বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
logo

পদ্মা সেতু নিয়ে আঁখির গান


সাংবাদিকের নাম   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৪ পিএম

পদ্মা সেতু নিয়ে আঁখির গান

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনও করেছে জমকালো আয়োজন। সেই আয়োজনে ‘পদ্মা সেতু’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। আর সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে এর রেকর্ডিং করা হয়েছে।

আঁখি আলমগীর বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছেই ভালো লেগেছে।

আঁখি আলমগীর ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী শনিবার পদ্মা সেতু এলাকায় গানটির দৃশ্যধারণ হবে। আর ভিডিও নির্দেশনায় দিবেন মাহবুবা ফেরদৌস।