বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫

দেশে ফিরেছেন জিএম কাদের

সাংবাদিকের নাম

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৮ এএম

সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। রবিবার (২৯ মে) রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত ২৪ মে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে যান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ।